এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শুরুটা দারুণ চলছে রংপুর রাইডার্সের। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছিল দলটি। তৃতীয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে ছন্দ হারায়নি। নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাট হাতে দারুণ করেছেন সাইফ হাসান। তার ফিফটিতে টানা তৃতীয় জয় পেল গ্লোবাল টি-টুয়েন্টি লিগে চ্যাম্পিয়ন দলটি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর। টসে হেরে আগে ব্যাটে নেমে ১৮.২ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় বরিশাল। জবাবে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রংপুর।
বরিশাল ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৮ রান আসে তামিম ইকবালের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বলে ২১ রান করেন মোহাম্মদ নবী। মুশফিকুর রহিম ১৫ রান, কাইল মেয়ার্স ১৩ রান এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১০ রান করেন। বাকিদের কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।
রংপুরের হয়ে খুশদিল শাহ ৩ উইকেট নেন। নাহিদ রানা ও ইফতিখার আহমেদ উইকেট নেন দুটি করে।
জবাবে নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। ১৫ রানে ফিরে যান টপঅর্ডারের দুই ব্যাটার। অভিষিক্ত আজিজুল হাকিম তামিম ও তৌফিক খানকে ফেরান ইকবাল হোসেন ইমন। এরপর হাল ধরেন সাইফ হাসান ও অ্যালেক্স হেলস। দুজনের ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।
সাইফ ৬টি চার ও তিন ছক্কায় ৪৬ বলে ৬২ রান এবং অ্যালেক্স হেলস ৪টি চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন।
ফরচুন বরিশালের জার্সিতে বিপিএলে অভিষেক হওয়া ইকবাল হোসেন ইমন ৪১ রান খরচায় ২ উইকেট নেন।








