বিপিএলের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অলআউট না হলেও একশ রানও করতে পারেনি। বলের পর ব্যাটে জ্বলে ৯০ রানের ছোট লক্ষ্যে নেমে সিলেট স্ট্রাইকার্স ৮ উইকেটের বড় জয় তুলে আসর শুরু করেছে।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে চট্টগ্রাম ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রানে থামে। জবাবে সিলেট ৪৫ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায়।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নামা সিলেট ১২ রানে ডাচ ওপেনার কলিন অ্যাকেরম্যানের উইকেট হারায়। এক রান করে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
দ্বিতীয় উইকেটে জাকির হাসানের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে সহজ জয়ের পথে হাঁটেন নাজমুল হোসেন শান্ত। মালিন্দা পুষ্পকুমারার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ২১ বলে ২৭ রান করেন জাকির।
মুশফিকুর রহিম যখন ব্যাট করতে নামেন, জয় থেকে ১৫ রান দূরে সিলেট। ওপেনিংয়ে নামা শান্ত ৪১ বলে ৩ চার ও এক ছক্কায় ৪৩ এবং মুশফিক ৮ বলে ৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
এর আগে শুভাগত হোমের দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আফিফ হোসেন ধ্রুব। ২৫ বলের ইনিংসে তিনটি চার মারেন এ বাঁহাতি।
আট মাস পর ম্যাচ খেলতে নামা সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ভালো বোলিং করেছেন। ইনিংসের প্রথম ওভারটি করেন তিনিই। প্রথম ৫টি বল ডট করেন। মেডেন ওভারও হয়ে যেত। ওভার থ্রো হওয়ায় একটি রান বেরিয়ে যায়। মাশরাফী ৪ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নেন।
সবচেয়ে সফল বোলার সিলেটের রেজাউর রহমান রাজা। এ পেসার ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ৪ ওভারে ৭ রান দিয়ে নেন ২টি উইকেট।
বিজ্ঞাপন