
রণবীর কাপুরকে তার ভক্তরা যে রোমান্টিক ঘরানার ছবিতে দেখতেই বেশি পছন্দ করেন, তা আরও একবার প্রমাণিত হল সম্প্রতি মুক্তি প্রাপ্ত তার ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটির বক্স অফিস আয় থেকে।
বৃহস্পতিবার (৮ মার্চ) দোলযাত্রা উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির মাত্র দুই দিনেই ২৬ কোটি রুপি আয় দাঁড়িয়েছে ছবিটির।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি আয় করেছে প্রায় ১৬ কোটি রূপি। তবে দ্বিতীয় দিনে সেই আয় কমে দাঁড়িয়েছে ১০ কোটি রূপি।
চলচ্চিত্র বিশ্লেষকরা, যার অন্যতম কারণ মনে করছেন মুক্তির দিনেই ছবিটি অনলাইন সাইটে ফাঁস হয়ে যাওয়া।

তবে মুক্তির প্রথম দিনের আয়ের হিসেব করলে খুব ভালো অবস্থানেই আছে ছবিটি। ২০২২ সালের শেষ থেকে শুরু করে ২০২৩ সালের এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির তালিকা বিবেচনা করলে ‘পাঠান’ ও ‘ব্রহ্মাস্ত্র’র পরেই ‘তু ঝুটি ম্যায় মক্কর’ অবস্থান করছে। তবে শাহরুখের ‘পাঠান’কে টেক্কা দেওয়ার ব্যাপারে ছবিটি কতটুকু ভূমিকা রাখতে পারবে তা সপ্তাহ শেষেই বোঝা যাবে।
লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটি ভারতের ৩৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর।