দুর্গাপূজায় ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় তিনটি বাংলা ছবি। এরমধ্যে সবচেয়ে বেশী আয়ের রেকর্ড গড়েছে শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত ছবি ‘বহুরূপী’। এবার এই ছবিটির মুক্তির মাস পূর্ণ হতেই অনন্য রেকর্ড করলো ছবিটি!
‘বহুরূপী’ ১২ কোটির গণ্ডি টপকেছে বহুদিন আগেই। এবার জানা গেল মাত্র এক মাসের মধ্যেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত আলোচিত এই ছবিটি ১০ লক্ষের বেশি মানুষ দেখেছেন!
৮ নভেম্বর ‘বহুরূপী’ মুক্তির এক মাস পূর্ণ হলো। এদিন সেই খবর ভাগ করে ছবির প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে লেখা হয়, ‘রেকর্ড ব্রেকিং। ১ মাসের মধ্যে, ১০ লাখেরও বেশি মানুষ দেখলেন বহুরূপী। সকলকে অনেক অনেক ধন্যবাদ। বহুরূপী, একটি দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতির গল্প।’
বহুরূপী বড় পর্দায় মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক তো বটেই সমালোচকদের থেকেও প্রবলভাবে সমাদৃত এবং প্রশংসিত হয়েছে। লোকের মুখে মুখেই ছড়িয়ে যায় ছবির কথা। তবে কেবল ছবির গল্প বা অভিনেতাদের অভিনয় নয়, সমানভাবে নজর কেড়েছে এই ছবির গানগুলোও।
শিবপ্রসাদ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ।







