চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়াম-মিমদের জন্য কি হুমকি হয়ে আসছেন শাহরুখ?

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৭:২১ অপরাহ্ন ২৯, আগস্ট ২০২৩
বিনোদন
A A

কয়েক দফা মুক্তির তারিখ পেছানোর পর ৮ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দীপংকর দীপন পরিচালিত তারকাবহুল প্রতীক্ষিত ছবি ‘অন্তর্জাল’। এই ছবি সংশ্লিষ্টরা ইতোমধ্যে প্রচারণাও শুরু করেছেন! কিন্তু এরমধ্যেই বেশ জোরেশোরে শোনা যাচ্ছে একই দিনে (৮ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলিউডের ছবি ‘জওয়ান’!

ভারতে ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাগৃহে শুক্রবার নতুন ছবি মুক্তির রেওয়াজ, তাই সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ৮ সেপ্টেম্বর (শুক্রবার)। এমন আভাসই দিয়েছে ‘জওয়ান’ এর বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশনকাট।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বলিউড তারকা শাহরুখ খানের বিরাট একটি ফ্যানবেজ আছে। তাই অনেকের ধারণা, একেবারে টাটকা সিনেমা হওয়ায় মুক্তির পর ‘জওয়ান’ দেখতে বাংলাদেশি শাহরুখ ভক্ত অনুরাগীরাও হুমড়ি খেয়ে পড়বেন! তাতে কি ‘অন্তর্জাল’ এর উপর কোনো প্রভাব পড়বে?

এমন প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ কিংবা ‘না’-তে দেয়া মুশকিল। যদিও অনেকের আশঙ্কা, ‘জওয়ান’ যদি ৮ সেপ্টেম্বরই মুক্তি পায়, তাহলে কিছুটা হলেও ‘অন্তর্জাল’ এর ব্যবসার উপর প্রভাব পড়বে! যদিও এটা মানতে নারাজ আরেক পক্ষ। যুক্তি হিসেবে সাম্প্রতিক ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’র কথাও বলছেন। একই সময়ে প্রেক্ষাগৃহে চলে সুপারডুপার হিট হয়েছে দুটি ছবিই। তারআগে প্রায় একই সময়ে প্রেক্ষাগৃহে জোয়ার বইয়েছে ‘পরাণ’ ‘হাওয়া’!

ঠিক এ বিষয়টিকে খুব ইতিবাচকভাবে ব্যাখ্যা করলেন দীপন। চ্যানেল আই অনলাইনের সাথে আলাপকালে ‘ঢাকা অ্যাটাক’ এর এই নির্মাতা বলেন,“অনেকেই ‘অন্তর্জাল’ বনাম ‘জওয়ান’ তুলনা করছেন! যখনই ভার্সেস এসেছে তখনই দুটো ছবি নিয়েই আলোচনা হয়েছে, সর্বশেষ ঈদে প্রিয়তন-সুড়ঙ্গ’র বেলায় দেখলাম। আসলেই যেটা নিয়ে যত লেখালিখি হয় সেটির ট্রাফিক বাড়ে। আমার মনে হয় এটা ভালো দিক। আমাদের দর্শক যে স্মার্ট এটা বিশ্বাস করে বানিয়েছি। অন্তর্জালে আসলে লুস বল নাই, সবগুলো ছক্কা হাঁকানোর মতো। তাই আমি বিশ্বাস করি এই স্মার্ট দর্শকরা আমাদের হতাশ করবে না।”

এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়ে গেছেন দীপন। জানালেন, ৮ সেপ্টেম্বরই প্রেক্ষাগৃহে আসছে ‘অন্তর্জাল’। যতো যাই হোক, এ দিনেই ছবিটি মুক্তি দেবেন। যে ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাসহ অনেকে।

Reneta

অন্যদিকে, তথ্য মন্ত্রণালয় মুক্তির অনুমতি দিলেও সেন্সর হয়নি শাহরুখ অভিনীত আলোচনার তুঙ্গে থাকা ছবি ‘জওয়ান’ এর। তাই ওইদিন বাংলাদেশে মুক্তি এখনও নিশ্চিত না হলেও এর পরিবেশক অনন্য মামুন জানালেন, ৮ সেপ্টেম্বর বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তির জোর চেষ্টা চালাচ্ছেন।

এরআগে অনন্য মামুন বলিউডের ‘পাঠান’ আমদানি করে বাংলাদেশে মুক্তি দিয়ে আলোচনা তৈরী করেছেন। সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি না চললেও সিনেপ্লেক্সগুলোতে দারুণ ব্যবসা করেছে। যদিও সিনেমাটি ভারতে মুক্তির প্রায় তিন মাস পর মুক্তি পেয়েছিলো বাংলাদেশে। সেক্ষেত্রে ৮ সেপ্টেম্বর বাংলাদেশে ‘জওয়ান’ এর আমদানি নিয়ে অনেকেই সন্ধিহান!

এদিন বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তি পাক কিংবা না পাক, তা নিয়ে ভাবিত নন নির্মাতা দীপন। তিনি বলছেন, বাংলাদেশের মানুষ যেকোনো ক্ষেত্রে দেশপ্রেমকে গুরুত্ব দেয়। শাহরুখের সঙ্গে প্রতিযোগী হলেও আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ তাদের নিজের ছবি ‘অন্তর্জাল’কে জেতাবে। অপেক্ষায় থাকলাম, এদেশের মানুষ কাকে জেতায়!

যদিও এতে রিস্ক আছে তবুও নির্মাতা দীপন জানান, তিনি কোনো কিছু আটকানোর পক্ষে নন। এই পরিচালক বললেন, অন্য নির্মাতাদের মতো বলবো না, অন্য ছবি পিছিয়ে দিতে। দর্শকের স্বাধীনতাকে সম্মান করতে চাই। আমি মনে করি, ‘অন্তর্জাল’ ছবিটি ‘জওয়ান’র পাশে দাঁড়াতে পারবে, কারণ এতে স্মার্ট এক বাংলাদেশ আছে যেটা জওয়ানে নেই। তাই আমি দিনশেষে জওয়ানের সঙ্গে লড়াই যদি হয় সেটা করতে চাই।

‘অন্তর্জাল’ এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম। ৮ সেপ্টেম্বর শেষ পর্যন্ত যদি বাংলাদেশে ‘জওয়ান’ মুক্তি পায়, তাকে প্রতিযোগিতা করতে হবে শাহরুখের সাথে!

এ বিষয়ে নির্মাতার সুরেই যেন কথা বললেন সিয়াম। বললেন, অন্তর্জাল-এ ইউনিক সাবজেক্ট নিয়ে কাজ করছি। আমাদের ইন্ডাস্ট্রিতে এটা আগে হয়নি। দীর্ঘদিন ধরে অন্তর্জালকে দর্শকদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। প্রচুর মানুষের মতামত পাচ্ছি যারা নতুন এই কনসেপ্টকে ওয়েলকাম করছেন। দর্শকদের মধ্যে সেই আগ্রহ এখনও দেখছি যে তারা দেশের ছবি আগে দেখবেন। অন্তর্জালের সঙ্গে অন্য ছবি এলে দর্শকদের যেটা ভালো লাগবে তারা সেটাই দেখবে। তবে আমাদের অতীত অভিজ্ঞতা বলে দর্শকরা নিজেদের দেশের ছবিকে একটু বেশি প্রাধান্য দেন। যে কোনো প্রতিযোগিতাই ওয়েলকাম, এটা আসলে ঠেকানো সম্ভব না। আমরা আমাদের সামর্থের মধ্য থেকে যতটুকু পেরেছি তাই নিয়ে প্রেজেন্ট করছি।

দীপন-সিয়ামের মতো ‘অন্তর্জাল’ নিয়ে আত্মবিশ্বাসী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার ভাষ্য,“আমি মনে করি, যারা জওয়ান দেখবে তারা অন্তর্জালও দেখবে, আবার অন্তর্জাল দেখলে জওয়ানও দেখবে। জওয়ানের টিকেট না পেলে দর্শক ফিরে না গিয়ে অন্তর্জাল দেখবে। তবে অতি সম্প্রতি হলিউডের একাধিক বড় বড় ছবি চললেও দর্শক কিন্তু বাংলাদেশের ছবি দর্শক আগে দেখেছে। সেদিক থেকে বলবো দর্শক অন্তর্জাল দেখলে পছন্দ করবেন।”

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর্জালজওয়ানঢালিউডদীপংকর দীপনদীপনদীপিকানয়নতারাবলিউডবিদ্যা সিনহা মিমলিড বিনোদনশাহরুখ খানসিনেমাহিন্দি ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন

জানুয়ারি ২৫, ২০২৬

আসলেই জামায়াতকে ক্ষমতায় দেখছে মার্কিন দূতাবাস?

জানুয়ারি ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

জানুয়ারি ২৫, ২০২৬

দিল্লীতে শেখ হাসিনার অডিও ভাষণ বাংলাদেশ কীভাবে দেখছে?

জানুয়ারি ২৫, ২০২৬

নির্বাচনে নমিনেশন পাওয়া নিয়ে ইয়াশ-নীহার নাটক!

জানুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT