রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিনের সঙ্কট কাটেনি। নতুন করে দাম বাড়ানোর আশঙ্কা করছেন খুচরা বিক্রেতারা। শীতকালীন সবজির বাজারে স্বস্তি মিললেও অস্বস্তি চালের বাজারে। শুধু খুচরা বাজারে অভিযান না চালিয়ে চালের মিলগুলোতে নজরদারি করার দাবি জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। বাড়ছে সব ধরনের মাছ ও মুরগির দাম। নাজিব বেগের রিপোর্ট।







