চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিচারপতি ওবায়দুল হাসান ও নাফিসা বানুর লেখা বই প্রকাশিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের লেখা ‘বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ’ এবং তার সহধর্মিণী নাফিসা বানুর লেখা ‘বঙ্গবন্ধু, শুদ্ধাচার, নারীর ক্ষমতায়ন ও অন্যান্য’ বই দুটি প্রকাশ হয়েছে।

বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বই দুটির প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে বিচারপতি ওবায়দুল হাসান ও তার সহধর্মিণী নাফিসা বানু তাদের লেখা বই নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন।

আপিল বিভাগের বিচারপতি মো: নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অধ্যাপক ডা. রওশন আরা বেগম, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, কবি ও প্রকাশক তারিক সুজাত ও প্রকাশক আহমেদ মাহমুদুল হক।

আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।