রাজধানীর বড় মগবাজারে সেন্ট মেরিস ইন্টরন্যাশনাল স্কুল ভবনের সামনে বোমা বিস্ফোরণে স্কুলের দারোয়ান ও এক অভিভাবকসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ হয়েছে ভবনের দেয়াল ও দরজা জানালা। বোমাটি দুর নিয়ন্ত্রিত ছিলো কি না প্রাথমিকভাবে বলতে না পারলেও পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, বোমাটি শক্তিশালী ছিলো।