গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘পুস্পা: দ্য রাইজ’। বর্তমানে ছবির দ্বিতীয় পর্বের চিত্রনাট্য গুছাতে ব্যস্ত পরিচালক সুকুমার। শোনা যাচ্ছে, জুলাই মাসেই ‘পুষ্পা টু’ ছবির শুটিং শুরু হতে চলেছে। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, মনোজ বাজপেয়ীকে দেখা যেতে পারে ‘পুষ্পা টু’-তে। এই বিষয়ে অবশেষে মুখ খুললেন মনোজ।
শোনা যাচ্ছিল, পুষ্পার নির্মাতারা মনোজ বাজপেয়ীকে পুষ্পা টু-তে ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। এই বিষয়ে ভারতের এক গণমাধ্যমকে মনোজ বলেন, ‘এসব খবর কই পান? এটা গুজব।’
একদিকে পুষ্পা টু-তে মনোজ থাকার গুজবটি ভাইরাল হওয়ার পরে ভক্তদের উত্তেজনা বেড়ে গিয়েছিল বহুগুণে। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউডের তুখোড় অভিনেতা মনোজ বাজপেয়ীর জমজমাট অ্যাকশন দেখার অপেক্ষায় আছেন তারা। মনোজ বিষয়টিকে ‘গুজব’ বলে উড়িয়ে দেয়ায় মন ভেঙেছে তাদের।
আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়েই করোনার পর ভারতের বক্স অফিস চাঙা হয়। ‘পুষ্পা’র গান, সংলাপ, নাচের স্টেপ—সবকিছুই নেট দুনিয়ায় ভাইরাল হয়। ‘পুষ্পা টু’-এর নতুন চমকের অপেক্ষায় দিন গুনছে দর্শকরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








