মানিক রায়: ঝালকাঠির সুগন্ধা নদী থেকে মিজান মুন্সি (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
সোমবার সকাল ১১টার দিকে শহরের কলেজ খেয়াঘাট এলাকার নদী তীর থেকে তার লাশ পাওয়া যায়। মিজান মুন্সি শহরের পূর্বচাঁদকাঠী এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয়রা নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্বজনরা জানান, মিজান মুন্সি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তারা ধারণা করছেন, হয়তো নদীর তীরে হাত পা ধুতে গিয়ে তিনি পড়ে গিয়েছিলেন এবং তার মৃত্যু হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মিজান মুন্সির লাশের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে।








