বহুদিন পর পর্দায় ফিরে তাক লাগিয়ে দিয়েছেন ববি দেওল। ‘অ্যানিমেল’ মুক্তির পরে ববির পাশাপাশি সকলের নজর কেড়েছেন অভিনেতার ছেলে আর্যমানও। সুদর্শন আর্যমানকে দেখে অনেকেই মনে করছেন বলিউডে হয়তো পা রাখবেন তিনি। তবে বলিউডে আসার আগে ছেলেদের ভালো করে হিন্দি শেখা উচিত বলে মনে করেন ববি দেওল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল জানিয়েছেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে তার ছেলেদের হিন্দি ভাষাটা ভালো করে শেখাটা খুব জরুরি। কারণ বর্তমান যুগের ছেলেমেয়েরা শুধু ইংরেজিতেই ভাব প্রকাশ করে থাকে।
ববি বলেন, ‘একজন অভিনেতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি শিশুদের সঙ্গে দেখা করেছি। আমার ছেলেদের মতো তারাও অভিনয় করতে চায়। তাদের বলেছি, আগে প্রস্তুতি নিতে হবে। প্রথমে হিন্দি ঠিক করতে হবে। হিন্দি ঠিক মতো বলতে পারে না কারণ অভ্যাস নেই। সবাই একজন আরেকজনের সঙ্গে ইংরেজিতে কথা বলে। নিজের ভাষায় দখল থাকলে আর কিছু ভাবতে হয় না। শুধু চরিত্রটা অনুভব করলেই হয়।’
‘গদর ২’-এর সাকসেস পার্টি থেকে সকলের আলোচনায় আর্যমান। এরপর তাকে ‘অ্যানিমেল’-এর মিউজিক লঞ্চেও দেখা গেছে। সানি দেওলের দুই ছেলে করণ এবং রাজবীর পা রেখে ফেলেছে বলিউডে। তাই ভক্তরা মনে করছেন, ববির পদাঙ্ক অনুসরণ করে বলিউডে পা রাখবেন ববির দুই পুত্র আর্যমান এবং ধরম।
সূত্র: হিন্দুস্তান টাইমস








