বিএনপির ‘ভোট বর্জন’ এবং ভোট না দিতে ‘লিফলেট বিতরণকে’ গণতান্ত্রিক কর্মসুচী বললেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে ইসি’র প্রতি অনাস্থা থেকে নয় রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপি লাগাতার ভোট বর্জন করছে বলেও মন্তব্য তার। তাই সব নির্বাচনে বিএনপি না থাকায় কম ভোটার উপস্থিতিকে ‘বড় ফ্যাক্টর’ বলে মনে করেন এই কমিশনার।






