উন্নয়নের জোয়ারে বিএনপি’র আন্দোলনের জোয়ার ডুবে যাবে: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে ক্ষমতা দেওয়া মানে দেশকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়া। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে বিএনপি’র আন্দোলনের জোয়ার ডুবে যাবে। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলবে বলেও জানান তিনি।