সিলেটে আগামীকাল বিএনপি’র বিভাগীয় সমাবেশের আগে বিভাগজুড়ে ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। বিএনপি নেতাকর্মীরা বলছেন, তারা যেকোনো মূল্যে সব চেয়ে বড় বিভাগীয় সমাবেশ আয়োজন করতে চান। আর, সমাবেশকে ঘিরে কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।