এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কুমিল্লা ১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নাঙ্গলকোট রেল স্টেশনে বিকেল সাড়ে চারটা থেকে এক ঘন্টাব্যাপি অবরোধ কর্মসূচি পালন করে। রেললাইনের উপর টায়ার জ্বালিয়ে মিছিল স্লোগান করা শুরু করে মোবাশ্বের সমর্থকরা। এসময় পার্শ্ববর্তী লাকসাম জংশনে সাগরিকা ও হাসানপুর স্টেশনে মহানগর গোধুলীসহ একাধিক ট্রেন আটকা পরে।
উল্লেখ্য, কুমিল্লা-১০ আসনে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া।
অন্যদিকে, কুমিল্লা ৬ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে তার নারী কর্মীরা। বুধবার বিকেলে নগরীর বাদুরতলা থেকে নারীদের এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় কুমিল্লা ৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে বিএনপির মনোনয়ন দেয়ার জন্য দাবি জানান তারা।
কুমিল্লা ৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক হুইপ ও সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।








