চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পদত্যাগের গেজেট পেলেই বিএনপির শূন্য আসনে উপনির্বাচন: ইসি

সংসদ থেকে পদত্যাগের গেজেট হাতে পেলেই বিএনপির ৭টি শূন্য আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবে ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

গতকাল শনিবার জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আজ রবিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির ৭ সংসদ সদস্য। সকাল ১১টার দিকে বিএনপির ৭ এমপির মধ্যে ৫ জন সশরীরে জাতীয় সংসদ ভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

বিএনপি দলীয় ৭ সংসদ সদস্য সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদে বলা আছে, কোনো সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পিকার কিংবা স্পিকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোনো কারণে স্পিকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পিকার যখন ওই পত্র প্রাপ্ত হন, তখন থেকে ওই সদস্যের আসন শূন্য হইবে।

গোলাপবাগের সমাবেশে বক্তব্যের ধারাবাহিকতায় বিএনপির এমপিরা এই পদত্যাগপত্র জমা দিলেন।