
মোরশেদ আলম:
শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোন রাজনৈতিক দল যেন ফায়দা লুটার অপচেষ্টা না করে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বিএনপি জামায়াতের অপতৎপরতা চলছে। নাশকতা এবং আরাজকতা সৃষ্টির সেই ধারায় আবার ফিরে যাওয়ার লক্ষণ দেখাচ্ছে বিএনপি। এটি মোটেই দেশের জন্য ইতিবাচক নয়।
শনিবার ২৯ জুলাই বিকেলে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে চাঁদপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে মুছে ফেলার জন্য কাজ করছে বিএনপি। এই যে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তার সমস্ত কিছুই ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, কল্যান ট্রাস্টের পরিচালক মনিরুল ইসলাম কবির, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন