আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পচাত্তর থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা-অশান্তির জন্য দায়ী বিএনপির অপরাজনীতি। দলটি এখন রাজনীতিতে নো বল ছুঁড়লেও লক্ষ্য অর্জন করতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ’সব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।






