চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘ব্ল্যাক ওয়ার’-এ মেতেছে মানিকগঞ্জের দর্শক

বছরের প্রথম ছবি ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির পর মানিকগঞ্জের একমাত্র সিনেমা হল নবীন-এর কর্তৃপক্ষ লাভের মুখ দেখেছে। 

সেখানে টানা দুই সপ্তাহ ধরে চলছে আরিফিন শুভ অভিনীত সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এই ছবি। সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, তৃতীয় সপ্তাহেও চলবে ‘ব্ল্যাক ওয়ার’।

দেড় হাজারের অধিক আসনের সিনেমা হল ‘নবীন’। সেখানে মুক্তির পর থেকে চোখে পড়ার মত দর্শক ছিল। সিনেমা হলের শো অপারেটরের দায়িত্বে থাকা আবদুর রহমান বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে টাকার পরিমাণ জানিয়ে বলেন, ২০০-২৫০ টাকার টিকেটে ‘ব্ল্যাক ওয়ার’ থেকে ভালোই লাভ হয়েছে। ১৩ দিন চলমান, তবুও দর্শকের উপস্থিতি অনেক ভালো। এই কারণে, তৃতীয় সপ্তাহেও নবীনে চলবে ‘ব্ল্যাক ওয়ার’।

এর আগে নবীনে সুপারস্টার শাকিব খানের পুরাতন ছবি ‘বসগিরি’ চলেছিল। সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, পুরাতন ‘বসগিরি’-তেও বেশ ভালোই সেল ছিল।

তবে হাজারের অধিক আসন হওয়ায় হাউজফুল হয় না। সর্বশেষ হাউজফুল পাওয়া গিয়েছিল শাকিব খানের দুই ছবি ‘বীর’ ও ‘শাহেনশাহ’।

‘ব্ল্যাক ওয়ার’ দেখতে স্টুডেন্টরা বেশী এসেছে। যদি এমন মানসম্মত ও বাণিজ্যিক ধারার ছবি নিয়মিত মুক্তি দেওয়া যায় তবে দর্শক হলে আসবে। এমনটাই মনে করছেন তিনি।

সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপকালে জানা যায়, ফেব্রুয়ারির শুরুতে ‘পাঠান’ মুক্তি পেতে পারে। নবীন সিনেমা হল কর্তৃপক্ষ, সেখানে ‘পাঠান’ চালাতে চায়। সেখানকার দর্শকদের মধ্যে ‘পাঠান’ নিয়ে বেশ আগ্রহ আছে। অনেক দর্শকও নাকি হলে এসে খোঁজ নিয়েছেন, ‘পাঠান’ মুক্তি পাবে কিনা!

১৩ জানুয়ারি ৪৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘ব্ল্যাক ওয়ার’। দ্বিতীয় সপ্তাহে চলছে দেশের ৩৬টি সিনেমা হলে। এদিকে, দেশের পর আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়াতেও মুক্তি পাবে পুলিশের সাহসী অভিযান নিয়ে নির্মিত এই ছবিটি।

আরিফিন শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন সাদিয়া নাবিলা, ঐশী, তাসকিন রহমান, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ। একটি আইডেম গান আছেন চিত্রনায়িকা ববি হক।

Labaid
BSH
Bellow Post-Green View