১৬ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘বীরত্ব’র ট্রেলার প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশিত ট্রেলারটি দর্শকদের মুগ্ধ করেছে। এতে সিনেমাটির প্রতি আগ্রহ বেড়েছে দর্শকের। ট্রেলার দেখে ইতিবাচক এমনসব মন্তব্য করেছে দর্শকরা।
কেউ নায়ক ইমনের প্রশংসা করেছেন। কেউ নিপুণের উপস্থিতিকে চমক হিসেবে মনে করছেন। আবার কেউ নতুন নায়িকা সালওয়ার কথা বলছেন।
তবে পুরো ট্রেলারে ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিমের ভিন্ন লুকের উপস্থিতি তাক লাগিয়েছে বলে মন্তব্য করেছেন দর্শক। কিন্তু ট্রেলারটি ৩ মিনিটের হওয়াতে অনেকেই মনে করছেন, সিনেমার অনেক গল্প বলা হয়ে গেছে। কিন্তু ছবির পরিচালক সাইদুল ইসলাম রানা বললেন, মূল গল্পের ১০ ভাগও তিনি দেখাননি।
পরিচালকের কথা, মজা তো এখানেই। ‘বীরত্ব’ ছবিতে ৭৬জন শিল্পীর ডাবিং করেছি। অধিকাংশই পরিচিত শিল্পী। চরিত্রগুলো ডেভলপমেন্টের জন্য সবাইকে একটু একটু দেখিয়েছি। কিন্তু মূল যে গল্প তার ১০ ভাগও ট্রেলারে দেখায়নি। তিনি বলেন, এটি মফঃস্বলের গল্প। মফঃস্বলের ক্রাইমের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইমের কানেকশন রয়েছে এমন গল্পকে কেন্দ্র করে ‘বীরত্ব’ আগায়। যেহেতু থ্রিলার গল্প তাই বেশি জানিয়ে স্পয়লার দিতে চাই না।
চিত্রনায়ক ইমন বলেন, পুরো ছবি দেখলে বোরিং লাগার কোনো সুযোগ নেই। ট্রেলার দেখে দর্শক প্রশংসা করছেন। এটা ভীষণ ভালো লাগছে।
নারী পাচার, মানব সম্পর্ক ও লম্বা জার্নির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বীরত্ব’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, সালওয়া, নিপুণ, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, আহসান হাবিব নাসিম, আরমান পারভেজ মুরাদ, শিল্পি সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া প্রমুখ। একটি আইটেম গান পারফর্ম করেন মিষ্টি জান্নাত।
ট্রেলার:








