চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অভিনয়ে গ্র্যামি জয়ী পপ তারকা বিলি আইলিশ

প্রথমবারের মতো গ্র্যামি জয়ী মার্কিন পপ তারকা বিলি আইলিশ অভিনয় করেছেন। লেখক-নির্মাতা-প্রযোজক ডোনাল্ড গ্লোভারের থ্রিলার সিরিজের একটি পর্বে অভিনয় করেছেন তিনি।

জানা গেছে, সাত পর্বের ‘সোয়ার্ম’ সিরিজটি শুক্রবার থেকে দেখা যাচ্ছে প্রাইম ভিডিওতে। এই সিরিজে আমেরিকান অভিনেত্রী ডমিনিক ফিশব্যাক মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন। সহ অভিনেত্রী হিসেবে দেখা গেছে বিলি আইলিশকে।

Bkash July

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিলি আইলিশ তার অভিনয়ের ছোট একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে অপ্রকৃতস্থ ডমিনিক ফিশব্যাকের সঙ্গে কথা বলছেন আইলিশ।

‘সোয়ার্ম’ সিরিজটির বিশেষ এই পর্বে আইলিশ ছাড়াও দেখা গেছে মার্কিন গায়ক ক্লো ব্লেইলি, তারকা ড্যামসন ইদ্রিস এবং অভিনেতা রিকি টমসনের মতো তারকাদের।

Reneta June

সূত্র: সিএনএন

Labaid
BSH
Bellow Post-Green View