এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার বিল গেটস সম্প্রতি একটি অলাভজনক সংস্থাকে ৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। সংস্থাটি আসন্ন নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারে কাজ করছে।
নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ফিউচার ফরওয়ার্ড নামের সংস্থাটি কমলা হ্যারিসের পক্ষে তহবিল সংগ্রহকারী প্রধান গ্রুপ। সেই সংস্থাকে গেটস আগেই এই অনুদান দিয়েছিলেন, তবে এতদিন গোপন রাখতে বলা হয়েছিল। এর কারণ হলো, বিল গেটস প্রকাশ্যে ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন করেননি।
চলতি বছর বন্ধুদের সঙ্গে কথোপকথনে গেটস ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প নির্বাচিত হলে নিজের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ওপর প্রভাব পড়তে পারে বলে উদ্বিগ্ন ছিলেন বিল গেটস। যদিও তিনি জোর দিয়েছিলেন যে, তিনি যে কোনো প্রার্থীর সাথে কাজ করতে পারেন।
বিল গেটস বলেছেন, আমি এমন প্রার্থীদের সমর্থন করি যারা স্বাস্থ্যসেবার উন্নতি, দারিদ্র্য হ্রাস এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য আসলেই কাজ করবে। রাজনৈতিক নেতাদের সাথে আমার কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে এই নির্বাচনটি ভিন্ন। এটি আমেরিকানদের জন্য এবং সারা বিশ্বের সবচেয়ে দুর্বল ও প্রান্তিক মানুষের জন্য অভূতপূর্ব গুরুত্ব বহন করছে।
এদিকে বিল গেটসের সাবেক স্ত্রী ও দাতব্যকর্মী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস আগেই কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন করেছেন।ফোর্বসের মতে, ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে হ্যারিসকে এ পর্যন্ত অন্তত ৮১ জন বিলিয়নেয়ার সমর্থন করেছেন। কিন্তু বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক ট্রাম্পকে সমর্থন করছেন।







