চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই যেন একসময় ছিল জমকালো আয়োজনের সমার্থক! প্রতি বছর ২৪ অক্টোবর রাজধানীর কোনো পাঁচতারা হোটেলে সিনেমা অঙ্গনের সহকর্মীদের নিয়ে উৎসবে মেতে উঠেন তিনি।
তবে এবারের জন্মদিনে নেই সেই জৌলুস। একেবারে ঘরোয়া পরিবেশে দিনটি কাটাচ্ছেন পরীমনি।
কয়েক দিন আগে নিজের ফেসবুকে অগ্রিম জন্মদিনের কেক কাটার কিছু ছবি শেয়ার করেন পরী। তখনই জানা যায়, জন্মদিনের সময়টাতে তিনি দেশে থাকবেন না! পরে আরেকটি পোস্টে পরী জানিয়েছেন, দশ দিনের জন্য দেশের বাইরে যাচ্ছেন তিনি—গন্তব্য মালয়েশিয়া।
তবে জন্মদিনের দিন শুক্রবার (২৪ অক্টোবর) ফেসবুকে নিজেকেই শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন এই তারকা।
নিজের পোস্টে লিখেছেন,“এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা—সব কিছু নিয়েই আজকের এই জীবন।”
পোস্টের শেষে তিনি লিখেছেন,“হ্যাপি বার্থডে মাইসেলফ!”








