মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে। বিষয়টি কংগ্রেসকে অবহিতও করা হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর বা তারও বেশি সময় নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে নতুন এই প্যাকেজ ইসরায়েলকে সরবরাহ করা হবে। তবে হোয়াইট হাউস ছাড়ার আগেই যতটুকু সম্ভব এই সহায়তা প্যাকেজ ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা করবে বাইডেন প্রশাসন।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ করবেন। সেদিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। বিদায় নেওয়ার আগে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের দিয়ে যাওয়া এই বিশাল সামরিক সহায়তা যেন গাজায় এক বছরের বেশি সময় ধরে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া দেশটিতে বিশাল উপহার।
এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বছর বাইডেন প্রশাসনকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখার জন্য অভিযুক্ত করেছিলেন। নেতানিয়াহুরে এ দাবিকে ‘নিস্ফল’ ও পুরোপুরি অসত্য বলে অভিহিত করেন বাইডেন প্রশাসনের এক দূত।
মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহায়তায় যুদ্ধাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এ প্রস্তাবনা দেয়া হয়েছে।’
গাজায় ১৫ মাসের পুরনো ইসরায়েলি যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা এখনও ব্যর্থ। প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২০ জানুয়ারি দায়িত্ব ছেড়ে দিবেন এবং ডোনাল্ড ট্রাম্প তার স্থলাভিষিক্ত হবেন।








