আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে নতুন করে যেন কোনো অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার ৬ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ৬ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আসন্ন নির্বাচনকে নিয়ে বিজিবির যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণ শেষ পর্যায়ে। আর যেহেতু অবৈধ অস্ত্র একটি বড় কনসার্ন। নির্বাচনকে সামনে রেখে যেন নতুন করে আর কোনো অস্ত্র প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধারে বিজিবি কাজ করছে। এরই মধ্যে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি। যারা অস্ত্রের সাপ্লাইচেইন এর সাথে জড়িত, তাদেরকে যদি ধরতে পারি এবং আইনের আওতায় আনতে পারি তাহলেই এই অস্ত্রের প্রবেশ কমে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেসিও ও সদস্যরা।








