জয়পুরহাটে নেপাল দাস (৩৫) নামে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। তার শরীরে পাওয়া ক্ষতের চিহ্নগুলো গুলির বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক এ তথ্য নিশ্চিত করেন। নিহত নেপাল দাস ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ
দাসের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি সদস্য নেপালকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার লাশের ময়নাতদন্ত করা হয়।
শুক্রবার সকালে লাশ বিজিবি ক্যাম্পে নেওয়া হয় এবং প্রেস ব্রিফিংয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে বলা হলেও তা এখনও জানানো হয়নি। সংবাদকর্মীরা বিজিবি’র সাথে বারবার যোগাযোগ করলেও এ ব্যাপারে তথ্য দিতে অপারগতা প্রকাশ করে তারা।

তবে ময়নাতদন্ত শেষে বিজিবি’র পাহারায় নেপালের মরদেহ ফরিদপুরে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন