এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সীমান্তে ‘পুশ ইন’ এবং ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ঈদকেন্দ্রিক চামড়া পাচার রোধে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
জানানো হয়েছে, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিদেশি নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঢুকিয়ে দেয়ার (পুশ ইন) প্রচেষ্টা প্রতিহত করতেও বিজিবি কঠোর নজরদারি চালাচ্ছে। ঈদের দিনও সীমান্তের অতন্দ্রপ্রহরী হিসেবে বিজিবির সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।








