চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

খেলার মাঠে অসুস্থ সামসুন্নাহার, পড়ে গেলেন দু’বার

নেপালের বিপক্ষে সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সামসুন্নাহার জুনিয়র। এ রিপোর্ট লেখা পর্যন্ত  তার প্রাথমিক চিকিৎসা চলছে।

ম্যাচের ৪৩ মিনিটে বল নিয়ে দৌড়ানো অবস্থায় হঠাৎ সামসুন্নাহার পড়ে গেলে খেলা খানিকক্ষণ বন্ধ থাকে। প্রেসবক্স থেকে লক্ষ্য করা যায়, ফাউলের শিকার হয়ে তিনি পড়েন। পরে আবার উঠে দাড়িয়ে খেলতে থাকলেও রেফারি বিরতির বাশি বাঁজানোর পর আবার তিনি মাঠে শুয়ে পড়েন। ধারণা করা হচ্ছে তিনি কনকাশনে ভুগছেন।

Bkash July

বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবুসহ আরও দুইজন মাঠে সামসুন্নাহারের কাছে ছুটে যান। পরে তাকে ধরে নিয়ে মাঠের সাইডলাইনের কাছে নেয়া হয়।

বাংলাদেশি মিডফিল্ডারের মাথায় পানি ঢালতে থাকা দেখা যায়। একজন তার শরীরে বাতাস করতে থাকেন। প্রায় আট মিনিট পর তিনি দু’জনের কাধে ভর দিয়ে মাঠ থেকে বের হন।

Reneta June

খেলাটি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

ISCREEN
BSH
Bellow Post-Green View