চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘বাংলাদেশ দলে খেলার সুযোগ আসলে খুশি হবো’

বললেন ফাইনালে ৪ গোল করা সোলেমান

মোহামেডানের হয়ে একাই ৪ গোল করে ফেডারেশন কাপের ফাইনালে নায়ক বনে গেছেন সোলেমান দিয়াবাতে। মালির ফরোয়ার্ড এখন হয়ে উঠেছেন বাংলাদেশের ফুটবল অঙ্গনের মধ্যমণি। দর্শকরা তো বটেই, ক্রীড়া সাংবাদিকরাও তার সঙ্গে কথা বলতে হয়ে উঠছেন মরিয়া। ফাইনাল খেলার পর শারীরিক ধকল থাকার পরও সোলেমান মিটিয়ে চলেছেন আবদার, দিচ্ছেন সবার প্রশ্নের উত্তর।

সম্প্রতি নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। সোলেমানের অতিমানবীয় পারফরম্যান্সের পর তার গায়েও বাংলাদেশ দলের জার্সি উঠবে কিনা, তা নিয়ে রয়েছে কৌতূহল। নিজে কতটুকু চান সেই জার্সি, সাদা-কালোদের তারকা জানালেন সেটিও। হাসিমাখা মুখে বললেন, ‘যদি জাতীয় দলে খেলার সুযোগ আসে আমি খুশি হবো।’

ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় মোহামেডান ম্যাচ থেকে ছিটকে গেছে বলেই অনেকে ধরে নিচ্ছিলেন। সোলেমান এমন ভাবেননি। দৃঢ়চেতা মানসিকতা ধরে রেখে দারুণ প্রত্যাবর্তনে মতিঝিল পাড়ার দলটিকে ম্যাচে ফেরান।

‘এটা ফুটবল। রেফারি শেষ বাঁশি না বাজানো পর্যন্ত আমাদের আশা ধরে রাখতে হবে। আমরা মোটেও হাল ছাড়িনি। ড্রেসিংরুমে কোচ ও খেলোয়াড়রা (বিরতির মাঝে) কথা বলছিল। আমরা মাঠে ফিরে গিয়ে ঘুরে দাঁড়িয়েছি।’

হ্যাটট্রিকসহ ম্যাচে ৪ গোল করে নজর কেড়ে নেয়া মোহামেডানের নাম্বার টেন অবশ্য ভাবতেই পারেননি এমনকিছু করে বসবেন। নিজের পারফরম্যান্সের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রকাশ করেছেন কৃতজ্ঞতা।

‘সত্যি কথা বলতে কখনোই হ্যাটট্রিকের কথা ভাবিনি। সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়েছে। আবাহনীর বিপক্ষে হ্যাটট্রিক করায় আমি ভীষণ আনন্দিত। জানেন আবাহনী-মোহামেডান একটা বড় ম্যাচ।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে ইতিমধ্যে শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। যদিও আসরে মোহামেডানের হাতে এখনও রয়েছে চার ম্যাচ। তাই লিগে সর্বাধিক গোলদাতা হওয়ার লক্ষ্য স্থির করেছেন ৩২ বর্ষী এ ফুটবলার। কাজটি কঠিন, মানছেন সেটিও। বিপিএলে তার গোল এখন ১২টি। বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরি ১৮ গোলের মালিক হয়ে বসে আছেন।