চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘ব্যর্থ’ ক্যাবরেরাকেই কোচ রাখছে বাফুফে

সৃষ্টিশীল এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম দল গড়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছরের জানুয়ারিতে একবছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন হাভিয়ের ক্যাবরেরা। প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, আন্তর্জাতিক ফুটবলে পজিশন ধরে রাখাটা আমার পছন্দ। পারফরম্যান্স বিচারে তার কথার প্রতিফলন ঘটেনি। তবুও স্প্যানিশ এ কোচের সাথে আরও একবছরের চুক্তি বাড়াতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে ক্যাবরেরার সাথে নতুন চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। চলতি মাসের ১৪ বা ১৫ তারিখে বাংলাদেশে ফেরার পর কোচের সাথে চুক্তিও সেরে ফেলবে ফেডারেশন।

Bkash July

২০২২ সালে ক্যাবরেরার অধীনে ৮ ম্যাচ খেলে ৫টিতে হেরেছে বাংলাদেশ দল। এক জয়ের সঙ্গে আছে দুই ড্র। সবমিলিয়ে বলা যায়, স্প্যানিশ কোচের অধীনে ছেলেদের জাতীয় ফুটবল দলের ফলাফল সুবিধার নয়।

গত সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়টাই একমাত্র সাফল্য। ইন্দোনেশিয়া এবং মঙ্গোলিয়ার সাথে গোলশূন্য ড্র। বাকি ৫ ম্যাচে হারের অভিজ্ঞতা। মালদ্বীপের কাছে হেরে বাংলাদেশ মিশন শুরু করেছিলেন ক্যাবরেরা। শেষটাও হয়েছে হার দিয়ে। কাঠমান্ডুতে নেপালের কাছে ৩-১ গোলের হার ফুটবলারদের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি কোচের দক্ষতাকেও প্রশ্নবিদ্ধ করেছিল।

Reneta June

ফুটবলারদের গোল করার সামর্থ্য নিয়েও আছে প্রশ্ন। গত বছর খেলা ৮ ম্যাচে জালের দেখা পাওয়া গেছে মাত্র ৪ বার। বিপরীতে হজম করতে হয়েছে ১৩ গোল। বর্তমান দলের প্রতি আস্থা রাখাটাও কঠিন।

ক্যাবরেরা কোচ হয়ে আসার সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৬তম স্থানে ছিল। সেসময় তিনি বলেছিলেন, ‘একবছর পর কোন অবস্থানে থাকব তা এখনই বলা যাচ্ছে না। তবে অবশ্যই র‍্যাঙ্কিংয়ে উন্নতি আমাদের লক্ষ্য।’ যদিও বাস্তবে উন্নতির ছিটেফোঁটাও নেই। ৬ ধাপ নেমে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ১৯২তম স্থানে।

অতীতে কখনও জাতীয় দলের কোচের ভূমিকায় না থাকলেও হাভিয়ের বার্সেলোনার শাখা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমি এবং দুবছর লা লিগার টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্ব সামলেছেন। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়ার মূল দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। তারপর বাংলাদেশ দলের দায়িত্ব পান।

Labaid
BSH
Bellow Post-Green View