বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের শামসুল হুদা একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদী। জয়ের পর কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে, তুলে ধরেছেন ফুটবলকে শক্তিশালী করার কৌশল।
বলেছেন, ‘ফুটবলকে শক্তিশালী করতে হলে জেলা পর্যায় থেকে তুলে আনতে হবে। জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে হবে, প্রত্যেক সংস্থার জন্য মাঠ থাকতে হবে। বিভাগীয় পর্যায়ে একাডেমি ঠিক করতে হবে এবং সেই সাথে ঢাকার বিভিন্ন যে লিগ ও খেলা হয় তার জন্য স্টেডিয়াম ঠিক করতে হবে।’
‘প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ বিকেল ৩টায় খেলা দিলে ঢাকার ওয়ার্কিং ডেতে দর্শক পাওয়া যাবে না। এই খেলাটা সন্ধ্যার পর করলে পুরো মাঠ ভরে যাবে। কার্যনির্বাহি কমিটির সভাপতি তাবিথ আওয়ালকে নিয়ে আশা করি এগুলোর সমাধান করার চেষ্টা করব যাতে ফুটবল আবার জাগ্রত হবে।’
সহ-সভাপতি পদে সর্বোচ্চ ১১৫টি ভোট পেয়ে মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদী নির্বাচিত হয়েছেন।







