এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা দল চেলসি। রোববার লন্ডন ডার্বিতে নামার আগে ব্রেন্টফোর্ডের কোচ থমাস ফ্রাঙ্ক এমন মন্তব্য করেছেন। প্রিমিয়ার লিগে সবশেষ চার ম্যাচে টানা জয় তুলে নিয়ে টেবিলের দুইয়ে আছে দলটি।
প্রতিপক্ষকে নিয়ে মন্তব্য করতে থমাস ফ্রাঙ্ক বলেছেন, ‘লিভারপুল লিগের শীর্ষে থাকা সত্ত্বেও চেলসি হয়তো লিভারপুলের চেয়েও বেশি ফর্মে আছে। তারা অবিশ্বাস্য ফুটবল খেলছে এবং ভাল প্রশিক্ষকের অধীনে আছে। মারেস্কা এখন পর্যন্ত তার কোচিং স্টাফদের সাথে সুবিধাজনক পর্যায়ে কাজ করছে এবং তারা অত্যন্ত বিপজ্জনক দেখাচ্ছে।’
২০২২ সালে মালিকানা পরিবর্তন হওয়ার পর থেকে মোটেও সুবিধাজনক অবস্থায় নেই চেলসি। চার ম্যানেজার পরিবর্তন করে মারেসকায় এসে সাফল্য পাচ্ছে দলটি। দলকে নতুনভাবে সংযোজন-বিয়োজন করেছেন মারেসকা যা বিগত সময়ের থেকে সবচেয়ে সফলতম স্থানে আছে।
‘চেলসির সামনে বেশ কিছু হুমকি রয়েছে এবং পুরো মাঠে তাদের সেরা মানের কিছু খেলোয়াড় রয়েছে। আমি আশা করছি তাদের সাথে বেশ কঠিন খেলা হবে আমাদের। তারা অনেক বেশি সুবিধাজনক অবস্থায় আছে অবশ্যই, আমরা বিশ্বাস করি, আমরা যে কারও বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং বিশ্বাস করি যে আমরা জিততে পারবো।’
নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে টেবিলের নয়ে উঠে এসেছে ফ্রাঙ্কের বেন্টফোর্ড। ১৫ ম্যাচ শেষে দলটির পয়েন্ট ২৩।








