এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আইপিএলে প্লে-অফে খেলা আগেই নিশ্চিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সানরাইজার্স হায়দরবাদকে হারাতে পারলে শীর্ষে উঠার সুযোগ ছিল তাদের সামনে। তবে ৪২ রানে হেরে এক ধাপ পিছিয়ে টেবিলের তিনে নেমে গেছে বিরাট কোহলি-জিতেশ শর্মাদের বেঙ্গালুরু।
লক্ষ্ণৌতে টসে হেরে আগে ব্যাটে নামে হায়দরাবাদ। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৩১ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ইনিংসের ১ বল বাকি থাকতে ১৮৯ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু।
আইপিএলের চলতি আসরে ইতোমধ্যে প্লে-অফের চারটি দল চূড়ান্ত হয়েছে। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে পাঞ্জাব। এক ম্যাচ বেশি খেলে পাঞ্জাবের সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে তিনে বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে মুম্বাই।
টেবিলের শীর্ষ দুদল খেলবে প্রথম কোয়ালিফায়ার। বাকি দুদল খেলবে এলিমিনেটর ম্যাচ। কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি যাবে ফাইনালে। আর হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।
আগে ব্যাটে নামা হায়দরাবাদ ব্যাটার ঈশান কিষাণ দারুণ করেন। ৭টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৯৪ রান করেন। এছাড়া অভিষেক শর্মা ১৭ বলে ৩৪ রান, অনিকেত ভার্মা ৯ বলে ২৬ এবং হেইনরিখ ক্লাসেন ১৩ বলে ২৪ রান করেন।
বেঙ্গালুরুর বোলারদের মধ্যে রোমারিও শেইফার্ড দুই উইকেট নেন।
বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ রান আসে ফিল সল্টের ব্যাটে। ৩২ বলে ৬২ রান করেন তিনি। ২৫ বলে ৪৩ রান করেন কোহলি। এছাড়া জিতেশ শর্মা ১৫ বলে ২৪ রান করেন।
হায়দরাবাদ বোলারদের মধ্যে প্যাট কামিন্স তিন উইকেট নেন। ঈশান মালিঙ্গা নেন দুই উইকেট।








