নিউইয়র্ক স্টেট সিনেটে প্রথমবারের মতো বাংলা নববর্ষ স্বীকৃতি পেল। এই প্রথম বাংলা নববর্ষ আন্তর্জাতিক অঙ্গনে সিনেটে স্বীকৃতি পেয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) স্টেট ক্যাপিটাল হিলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পাস হয় একটি রেজুলেশন, যার মাধ্যমে বাংলা নববর্ষকে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদযাপন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
নিউইয়র্ক স্টেট গভর্নর হাউজে অনুষ্ঠিত এই আয়োজনে সিনেটর লুইস সেপুলভেদা অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাংলা গান, নাচ ও ঐতিহ্যবাহী পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে ক্যাপিটাল হিল, যেখানে পাঁচজন সিনেটর নিজেও অংশ নেন নাচ ও গানের ভঙ্গিমায়— যা বাঙালি সংস্কৃতির প্রতি আন্তরিক সম্মান প্রদর্শনের অনন্য দৃষ্টান্ত।
দুই শতাধিক প্রবাসী বাঙালি ও আমেরিকানের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়। সিনেটর সেপুলভেদা তার বক্তব্যে নিউইয়র্কে বসবাসরত বাঙালিদের অবদান তুলে ধরে বাংলা নববর্ষকে আন্তর্জাতিক পরিমণ্ডলের অন্যতম সংস্কৃতি উৎসব বলে আখ্যায়িত করেন।
সিনেটর ফার্নান্দেজ ও অন্যান্য সিনেটরদের উপস্থিতিতে, বাঙালিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা, মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. নজরুল ইসলাম, এবং খ্যাতিমান শিল্পী রথীন্দ্রনাথ রায়। তাঁরা বাংলা সংস্কৃতির বিশ্বময় বিস্তার এবং এই রেজুলেশন প্রস্তাবনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রথীন্দ্রনাথ রায় বলেন, এই আয়োজন বিশ্ব বাঙালির কাছে একটি চিরস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
সিনেটর ফার্নান্দেজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মধ্যাহ্নভোজ শেষে সমাবেশ কক্ষে শুরু হয় মূল রেজুলেশন পাসের অধিবেশন। এতে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস ও শিল্পী লুতফুন নাহার লতা।
বিকেলে সিনেট কক্ষে রেজুলেশন পাঠ ও সিনেটরদের বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। টাইমস স্কয়ারে নববর্ষ উদযাপন কমিটির সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। একক ফোক সংগীত পরিবেশন করেন শাহীন হোসেন, নৃত্য পরিবেশন করেন ভাষা সাহা।








