আফ্রিকার দেশ লেসেথো’তে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন-লেসেথো’র উদ্যোগে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে।
এই উপলক্ষে রাজধানী মাসেরুর ব্যাংক-ফ্লাট প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় “বাংলা বর্ণমালা হাতের লেখা প্রতিযোগিতা”।
এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন লিমা লাইজু ও সৈয়দ মঞ্জুরুল আলম। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্ম বাংলা ভাষা শিক্ষার প্রথম ধাপ বাংলা বর্ণমালা লিখে বাংলা ভাষার ঐতিহ্যকে ধারণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: মিরাজুর রহমান এবং পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন ডা: মোবাশশার হাসান মাসুম।







