চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আরাভ খানকে চেনেন না বেনজীর আহমেদ

দুবাইয়ের বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউলকে চেনেন না বলে নিজের ফেসবুক পেজে দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ ১৮ মার্চ শনিবার নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে একথা বলেন তিনি।

Bkash July

বেনজীর আহমেদ তার ফেসবুক পেজে জানান, সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণ ভাবে নিশ্চিত করতে চাই যে, ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই। আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।

উল্লেখ্য, আরাভ খানের আসল নাম রবিউল ইসলাম। বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। চার বছর আগে ঢাকায় এক পুলিশ কর্মকর্তা হত্যার আসামি তিনি ছিলেন। দেশ ছেড়েছেন সেসময়ই।

Reneta June

বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা বলছেন, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যাকাণ্ডে জড়িত রবিউল ইসলাম। পরে ভারতে পালিয়ে যান তিনি। ভারতেই বিয়ে করেন। ভুয়া নাম-পরিচয় দিয়ে ভারতীয় পাসপোর্ট বানান। সেই পাসপোর্ট দিয়ে পাড়ি জমান দুবাইয়ে। বর্তমানে সেখানে স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে আছেন।

 

Labaid
BSH
Bellow Post-Green View