শনিবার রাতে ইউরো বাছাইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ক্যাম্প ছেড়ে বাড়িতে চলে গেছেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্ত্তয়া। তার ক্যাম্প ছাড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কোচ ডমিনিকো টেডেসকো। কোচের সেসব অভিযোগ আবার খারিজ করেছেন তারকা গোলরক্ষক। ড্রেসিংরুমের বিষয় প্রকাশ্যে আনায় কোচের প্রতি হতাশাও প্রকাশ করেছেন।
এস্তোনিয়ার বিপক্ষে মঙ্গলবার রাতে নামবে বেলজিয়াম। ক্যাম্প ছাড়ায় কোর্ত্তয়া থাকছেন না। তার এমন চলে যাওয়া নিয়ে কোচ টেডেসকো বলেছেন, ‘লুকাকুকে অধিনায়কত্ব দেয়াতে অপমানিত বোধ করেছেন কোর্ত্তয়া। সেই অভিমানে ক্যাম্প ছেড়েছেন।’
কোচের অভিযোগ প্রত্যাখ্যান করে কোর্ত্তয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এসব দাবি ভিত্তিহীন, ‘সংবাদ সম্মেলনে কোচের কথা শুনে অবাক হয়েছি। পরিষ্কার করে বলতে চাই, ড্রেসিংরুমের বিষয় নিয়ে কোচের সঙ্গে কথা বলেছি। এটাই প্রথম কিংবা শেষ নয়। কিন্তু এবারই প্রথম কেউ বিষয়টাকে প্রকাশ্যে আনলেন। এ ঘটনায় আমি খুবই হতাশ। এটা পরিষ্কার করতে চাই যে, কোচের মূল্যায়নের সঙ্গে বাস্তবতার মিল নেই।’
‘সেই আলাপে আমি তাকে বলেছিলাম, এটা সরাসরি সুবিধা নেয়ার বিষয় নয়, বিষয়টির ব্যাখ্যা করতে এবং অতীতে ক্ষতি করেছিল এমন পরিস্থিতি এড়িয়ে যেতে। জাতীয় দলের অধিনায়ক হওয়া বা না হওয়া কোনো এলোমেলো সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত তারই নেয়া উচিত। আমি তাকে এটাই বোঝানোর চেষ্টা করেছি। দুর্ভাগ্যক্রমে আমি আমার উদ্দেশ্য অর্জন করতে পারিনি।’
‘আমি এমন কোনো দাবি করিনি, যা আমার সতীর্থ রোমেলু লুকাকুর সঙ্গে সম্পর্কিত। আমি তার সঙ্গে কথা বলেছি, বিষয়টি সম্পর্কিত যেকোনো পরিস্থিতি স্পষ্ট করার জন্য। এ ব্যাপারে অন্য সতীর্থদের সঙ্গে আলোচনা হয়নি, যেমনটি দাবি করা হয়েছে।’
‘আমার ডান হাঁটুর সমস্যা দেখাতে গতকাল বিকেলে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। একটি চেক-আপ করিয়েছি। আমার ক্লাব ও জাতীয় দলের চিকিৎসক দলের সঙ্গেও যোগাযোগ হয়েছে। তাদের পর্যালোচনার পরই ট্রেনিং ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেই।’








