এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পিছিয়ে যৌক্তিক সময়ে নেওয়ার দাবি ও পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মত রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের সামনে রেলপথ অবরোধ করছে বিসিএস পরীক্ষার্থীরা।
রোববার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিক্ষোভকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে এসে রেলপথ অবরোধ করে। এতে রাজশাহীর সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
এর আগে গতকাল একই স্থানে বিকেল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত রেলপথ অবরোধ করেছিল পরীক্ষার্থীরা। অবরোধ চালাকালে পরীক্ষার্থীরা রেল লাইনের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
রাজশাহী রেলস্টেশন ম্যানেজার জিয়াউল আহসান জানান, গতকালের অবরোধের কারণে রাজশাহী-ঢাকা রুটের পদ্মা ও বনলতা এক্সপ্রেস সহ বিভিন্ন রুটের ৭টি ট্রেন বিলম্বে চলাচল করলেও আজ সকাল থেকে সিডিউল বিপর্যয় কাটিয়ে উঠেছে রেলওয়ে কর্তৃপক্ষ।








