এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পিএসসির অধীনে বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও বিসিএসের লিখিত পরীক্ষা শেষে ভাইবার জন্য ১০০ নম্বর নির্ধারণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সচিব কমিটির বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, সরকারি, আধা সরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।








