টি-টুয়েন্টি বিশ্বকাপে নিরাপত্ত ঝুঁকির কথা উল্লেখ করে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ। আইসিসি এই অনুরোধ গ্রহণ করেনি, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে বিশ্বকাপে। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের না থাকা বিশ্ব ক্রিকেটের জন্য এক ‘হতাশাজনক মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। সংগঠনটি বলছে, খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করতে স্টেকহোল্ডারদের এখন একযোগে কাজ করার সময় এসেছে।
রোববার বিবৃতিতে ডব্লিউসিএ এমন জানায়। সংস্থাটির প্রধান নির্বাহী টম মফ্যাট বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার এবং ক্রিকেটের শীর্ষ এই আসরে একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি আমাদের খেলা, বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্য এক বেদনার মুহূর্ত। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে।’
ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ম্যাফট বলেন, ‘বিভেদ বা বর্জনকে চেপে বসতে না দিয়ে আমরা ক্রিকেট বিশ্বের নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন গভর্নিং বডি, লিগ ও ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে মিলে খেলাটিকে ঐক্যবদ্ধ করতে কাজ করেন।’
ম্যাফট আরও বলেন, ‘ক্রিকেটে বিভিন্ন চুক্তি মেনে না চলা এবং ক্রিকেটার ও তাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনার অভাব নিয়ে ডব্লিউসিএ উদ্বিগ্ন। এটি বিশ্বজুড়ে ক্রিকেটের বর্তমান পরিচালনা পদ্ধতির বড় ধরনের ত্রুটিগুলোই সামনে আনছে। এসব সমস্যার সমাধান না হলে খেলার প্রতি আস্থা ও ঐক্য নষ্ট হবে এবং দীর্ঘমেয়াদে ক্রিকেটের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।’








