এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল সংশ্লিষ্ট সাবেক কিছু কর্মকর্তা ও নির্বাচকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছেন সাবেক এক নারী ক্রিকেটার। যৌন হয়রানির অভিযোগও তুলেছেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে তিন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির সদস্যদের নাম জানায় বিসিবি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে আহ্বায়ক করা হয়েছে কমিটিতে। সদস্য হিসেবে আছেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
এর আগে বৃহস্পতিবার রাতে তদন্ত কমিটি গঠন করার কথা জানায় বিসিবি। সে সময় বলেছিল, কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেবে।








