চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জার্মানি থেকে এলো লাইট, ইনডোর-আউটারে রাতেও অনুশীলন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন খেলোয়াড়দের ইনডোর অনুশীলনের জায়গাটি বেশ পুরনো। এক দশকের বেশি সময় আগে তৈরি করা এ জায়গায় নেই অনেক সুযোগ-সুবিধা। মাঝের সময়টা পার হয়েছে কেবল আশ্বাস আর পরিকল্পনাতেই। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু করছে আধুনিকায়নের কাজ।

প্রথম ধাপ হিসেবে সোমবার জার্মানি থেকে আনা হয়েছে লাইট। ইনডোরের পাশাপাশি সেগুলো লাগানো হবে আউটার মাঠের চারদিকের ৮টি খুঁটির ওপর। রাতেও সাকিব-মুশফিকরা অনুশীলন করবে পারবেন ইনডোরের পাশাপাশি আউটার মাঠের নেটে।

বিসিবি সূত্রে খবর, বাতিগুলো বসাতে কমপক্ষে এক মাস সময় লাগবে। মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর রাতেও অনুশীলন করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View