এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রায় তিন সপ্তাহ ধরে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে নিজেদের ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নিতে বিসিবি চেষ্টা চালিয়ে যাবে আইসিসিকে রাজি করাতে, বলেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার বিশ্বকাপ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিসিবি, বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার এবং জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কদের সাথে বৈঠক করেন আসিফ নজরুল। সমন্বিতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি জানান আসিফ নজরুল। জানান, ক্রিকেটার ও বোর্ডের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বলেছেন, ‘আমরা আইসিসির কাছে সুবিচার পাইনি, আমরা আশা করবো আইসিসি আমাদের প্রতি সুবিচার করবে, আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার ব্যবস্থা করে দেবে।’
‘আমরা স্পষ্ট দেখি নাই যে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে। তাছাড়া বিষয়টি নিয়ে আইসিসি ও ভারতীয় সরকার আমাদের কনভিন্স করার চেষ্টা করেনি। যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, সেখানে পুরো দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে। সুতারাং, আমাদের আগের অবস্থান থেকে সরার কোন সুযোগ নেই।’
অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ‘আমরা হাল ছাড়ছি না, আইসিসির সঙ্গে যোগাযোগ করবো, আমরা খেলতে চাই, সেটা ভারতে নয়, শ্রীলঙ্কার মাটিতে।’
যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে জরুরি সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমসহ শীর্ষকর্তারা।
টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাসসহ বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অংশ নিয়েছেন বৈঠকে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বা না খেলার বিষয়সহ চলমান ক্রিকেটীয় সংকট নিয়ে খেলোয়াড়দের মতামত শোনা হয়েছে।
এর আগে আইসিসি বুধবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়ে দিয়েছে ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, নয়ত বিকল্প দল নেয়া হবে। বিসিবিকে সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যে সময় শেষ হচ্ছে আজই।
টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানিয়েছিল আইসিসির কাছে। আবেদন প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। সদস্য দেশগুলোর বোর্ডের সাথে সভা ও ভোটাভুটির পর নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে না এলে বাংলাদেশের পরিবর্তে অন্যদলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে, বুধবার জানিয়েছে।
আইসিসির বোর্ড সভায় একদিন আগে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ভারতের মাটিতে না খেলার পক্ষে নিজেদের বাইরে কেবল একটি ভোট পায়। বাকি সদস্য দেশগুলোর ভোট বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় আইসিসির সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। সঙ্গে আইসিসি জানিয়েছে, ভারতে খেলতে গিয়ে বাংলাদেশের জন্য কোন নিরাপত্তা ঝুঁকি নেই।








