এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ ঘিরে নাটকীয়তা বাড়ছেই। গত বুধবার মনোনয়ন প্রত্যাহারের দিনে নির্বাচন থেকে সরিয়ে নেন তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী। সেই তালিকায় এবার যুক্ত হলেন আরও ৩ জন।
তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গেলেও ৩ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শুক্রবার রাতে খুদে বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান ক্লাব ক্যাটাগরিতে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রার্থী লুতফর রহমান। শনিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালক প্রার্থী হাসিবুল আলম। সবশেষ তাদের সঙ্গে যুক্ত হলেন ক্লাব ক্যাটাগরিতে কাঠাল বাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের মনোনীত কাউন্সিলর মেজর ইমরোজ আহমেদ (অবঃ)।
বুধবার নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা জানায় বিসিবির নির্বাচন কমিশন। তালিকায় রাজশাহী বিভাগ থেকে একটি পরিচালক পদের জন্য লড়তেন তিন জন। সেখান থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন হাসিবুল আলম। ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থী লড়তেন ১২টি পরিচালক পদের জন্য। এবার সেখান থেকে সরে যাওয়ার কথা জানালেন লুতফর রহমান ও মেজর ইমরোজ।
অবশ্য প্রার্থী তালিকায় নাম থাকছে তিন জনেরই। মনোনয়ন প্রত্যাহারের কারণ জানিয়েছেন লুতফর রহমান বাদল। শনিবার একটি সংবাদ সম্মেলনে লিজেন্ডস অব রূপগঞ্জের এই প্রার্থী জানিয়েছেন, তিনি চেষ্টা করেছিলেন যাতে সব ঠিকঠাক হয়। তবে নির্বাচনের অস্বাস্থ্যকর পরিস্থিতি ও অবস্থা দেখে সরে দাঁড়ান।
একই ভাষ্য মেজর ইমরোজের। বিসিবিকে পাঠানো মনোনয়ন প্রত্যাহারের বার্তায় লিখেছেন, ‘আমি দেশে ফেরার আগেই প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়, ফলে আমি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি। তবুও একজন স্বাধীন প্রার্থী হিসেবে শুভ মনোভাব নিয়ে আমি গতরাতে অনলাইনে ভোট দিয়েছি, ভেবে যে নির্বাচনটি নিরপেক্ষভাবে এবং কোনো প্রকার কারচুপি ছাড়াই অনুষ্ঠিত হবে। কিন্তু সম্প্রতি নির্বাচনের অস্বাস্থ্যকর পরিস্থিতি ও অবস্থা দেখে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই নির্বাচনে অংশ নিতে চাই না।’








