চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আম্পায়ারিং নিয়ে অভিযোগের সত্যতা পায়নি বিসিবি

মেয়েদের ডিপিএল

মাঠ খেলার উপযোগী থাকার পরও অফিসিয়ালরা খেলা পরিত্যক্ত ঘোষণা করে একটি দলকে বিশেষ সুবিধা দিয়েছেন- এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে তদন্তে নামে বিসিবির আম্পায়ার্স কমিটি। অভিযোগের সত্যতা অবশ্য মেলেনি। চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

‘আম্পায়াররা সঠিক ছিলেন, সেলিম শাহেদের নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের পর আমরা জেনেছি বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর নির্ধারিত সময় (কাট-অফ টাইম) পর্যন্ত অপেক্ষা করে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন। কেননা মাঠ ওই সময় পর্যন্ত খেলার অনুপযোগী ছিল। যারা ফেসবুকে মাঠের ভিডিও ছড়িয়েছেন সেটি বিকেল সাড়ে চারটার দিকে ধারণ করা।’

Bkash July

তদন্ত প্রতিবেদনে জানানো হয় আম্পায়াররা সঠিক নিয়মেই সিদ্ধান্ত নিয়েছেন। ভিত্তিহীন অভিযোগ তোলায় শাস্তি হতে পারে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বিসিবির উইমেন্স উইং তদন্তের প্রতিবেদন পাঠিয়েছে শৃঙ্খলা কমিটির কাছে।

বিকেএসপিতে ২৫ মে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে শেখ রাসেলের ম্যাচটি বৃষ্টিতে বন্ধ হওয়ার পর আউটফিল্ড ভেজা থাকায় বিকেল ৩টা ৪৩ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয়। খেলা বন্ধ হওয়ার আগে শেখ রাসেল ২৩.৩ ওভারে ৪ উইকেটে ১০৮ রান তোলে।

Labaid
BSH
Bellow Post-Green View