এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের। কমিটি সভাও করেছিল। দুমাসের মাথায় কমিটিতে রদবদল হল। নতুন কমিটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রাখা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থায় সাবেক নারী ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথীরা জাকির জেসির পরিবর্তে যুক্ত করা হয়েছে বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে।
এনএসসির প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোট ১১ সদস্যের কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন সদস্য পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
আলোচনা হচ্ছে, আসন্ন বিসিবি নির্বাচনের জন্য ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হবেন বুলবুল। তিনি এনএসসি থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক ও সভাপতি হয়েছেন। তার আগে একইভাবে বিসিবির পরিচালক হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। তারা নতুন করে ঢাকা বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য হওয়ায় সেখান থেকে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করতে পারেন। ফলে পরিবর্তন আসতে চলেছে এনএনসি মনোনীত কাউন্সিলরশিপেও।
বিসিবিতে পরিচালক পদে লড়তে আগে কাউন্সিলর হতে হয়। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি মনোনয়নে পরিচালক হতে পারেন দুজন। আমিনুল যেমন ক্রীড়া পরিষদের মনোনয়ন থেকেই পরিচালক হয়ে বিসিবি সভাপতি এখন। তবে এই মনোনয়ন পুরোপুরি নির্ভর করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা সরকারের উপর। তাই সরকার পরিবর্তন হয়ে গেলে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নও বদলে যেতে পারে। কিন্তু অন্য ক্যাটাগরিতে থেকে পরিচালক হলে তাকে সরাসরি সরিয়ে দিতে পারেন না সরকার। আলোচনায় আছে, এই কারণে আমিনুলকে এখন বিভাগের কাউন্সিলর হিসেবে আনা হচ্ছে।








