সাভারে চামড়া শিল্প নগরীর ‘বে’ ট্যানারিতে বিনানোটিশে ছাঁটাইয়ের অভিযোগে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
রবিবার ৫ ফেব্রুয়ারি সকাল থেকে হরিণধরা ট্যানারী শিল্প এলাকায় বে ট্যানারির সামনে বিক্ষোভ করছেন তারা।
কারখানাটির মেশিন অপারেটর মো. জাহাঙ্গীর বলেন, ‘বে নামে জুতা তৈরির কারখানাটিতে আমাদের প্রায় ৮০-৮৫ জন শ্রমিক কাজ করেন। আমাদের পুরো মাস সাপ্তাহিক হিসেবে দৈনিক মজুরিতে কাজ করাতো। কোন বোনাস ও ছুটি দিতো না মালিকপক্ষ। গত বছর থেকে আমরা মূলত মাসিক বেতন বাস্তবায়নসহ অন্যান্য দাবি পূরণে প্রতিবাদ করে আসছি। এরপর শ্রমিক ইউনিয়নের সঙ্গে আমরা যুক্ত হলে মালিকপক্ষ দাবি পূরণের আশ্বাস দেয়। চলতি বছরের ৩ জানুয়ারি মালিকপক্ষের সাথে সবশেষ বৈঠক হয়। এরপর হঠাৎ আজ কারখানায় গেলে আমাদের প্রায় ৮০ জন শ্রমিককে ঢুকতে দেওয়া হয়নি। এ কারণে কারখানার সামনে অবস্থান নিয়ে এখনও বিক্ষোভ করছি।
ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে এই শ্রমিক জানান, ‘আমরা শুনেছি কারখানার চারটি সেকশন বন্ধ করে একটি চালু রাখবে মালিকপক্ষ। এ জন্য আমাদের ছাঁটাই করা হয়েছে। আসলে আমাদের ছাঁটাই করাই মালিকপক্ষের মূল উদ্দেশ্য। আমি খোঁজ নিয়ে জানতে পারছি, গোপনে মালিকপক্ষ ৮০ জন শ্রমিক খুঁজছে। আবারও তাদের দিয়ে দৈনিক মজুরিতে কাজ করানো হবে।’

শ্রমিকরা জানান, ঈদের আগে বিনা নোটিশে আমাদের এতজন শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে। এ অবস্থায় আমরা কোথায় যাব? তাই অবিলম্বে আমাদের কারখানায় মাসিক বেতনে কাজ করতে দিতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।
চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, বে ট্যানারির প্রায় ৭০-৮০ জন শ্রমিককে মালিকপক্ষ বাদ দিয়েছে। এ নিয়ে ওই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছিল। পরে শিল্প পুলিশ ও শ্রমিক ইউনিয়নের নেতারা তাদের সঙ্গে কথা বললে তারা কারখানার সমানে থেকে চলে যায়। আপাতত পুরো বিষয়টা শিল্প পুলিশ দেখছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বে ট্যানারি লিমিটেডের কর্তৃপক্ষের কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।