এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে শেষদিনে শেষ ইভেন্টে মেয়েদের বাস্কেটবলে স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্র। জয়ে পদক তালিকায় সোনায় যৌথভাবে চীনের সাথে শীর্ষে থাকল দেশটি। অন্য ইভেন্ট ছেলেদের ওয়ার্টার পোলোতে সোনা জিতেছে সার্বিয়া দল। এটি অলিম্পিকে দেশটির হ্যাটট্রিক স্বর্ণপদক জয়।
পদক তালিকায় ৪০টি করে স্বর্ণ নিয়ে সবার উপরে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সবমিলিয়ে ১২৬টি পদক নিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র। চীনের পদক সমান হলেও সবমিলিয়ে ৯১টি পদক নিয়ে দ্বিতীয় তারা।
মেয়েদের বাস্কেটবল ইভেন্টে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের। বের্সি অ্যারেনায় মাত্র এক পয়েন্ট ব্যবধানে স্বর্ণ নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের, ৬৭-৬৬ পয়েন্টে জিতে টানা আটবার এ ইভেন্টে স্বর্ণ নিশ্চিত করল যুক্তরাষ্ট্রের মেয়েরা।
ইভেন্টে রৌপ্য পদক জিতেছে স্বাগতিক ফ্রান্স। ব্রোঞ্জের লড়াইও হয়েছে হাড্ডাহাড্ডি, ৮৫-৮১ পয়েন্টে জিতে ব্রোঞ্জ নিশ্চিত করে অস্ট্রেলিয়ার মেয়েরা।
ছেলেদের ওয়াটার পোলে ইভেন্টে দারুণ ইতিহাস তৈরি করেছে সার্বিয়া। ক্রোয়েশিয়ার বিপক্ষে ১৩-১১ পয়েন্টে জিতে এ ইভেন্টে টানা তৃতীয়বার সোনা জয়ের ইতিহাস গড়েছে দলটি। এর আগে মাত্র দুটি দলের টানা স্বর্ণ জয়ের ইতিহাস ছিল, এবার সেই তালিকায় নাম উঠলো সার্বিয়ার।

গ্রেট ব্রিটেনের ১৯০৮-১৯২০ সালে টানা তিনবার স্বর্ণ জয়ের ইতিহাস ছিল। প্রায় ১০০ বছর পর সেই ইতিহাস লেখে হাঙ্গেরি, ২০০০-২০০৮ পর্যন্ত টানা তিন স্বর্ণজয়ের ইতিহাস লেখে হাঙ্গেরি। এবার একই ইতিহাস লিখলো সার্বিয়া। ইভেন্টে রৌপ্য পদক জিতেছে ক্রোয়েশিয়া এবং ব্রোঞ্জ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।







