চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ২৫ শতাংশ শেয়ার কিনেছে বসুন্ধরা গ্রুপ
দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এবার আনুষ্ঠানিকভাবে পুঁজিবাজারের মালিকানায় এসেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর ২৫ শতাংশ শেয়ার কেনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত হলো। ফলে এবার বাংলাদেশের পুঁজিবাজারে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করছেন বিশিষ্টজনেরা।