এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলসেরা হয়ে প্লে-অফে গেছে ফরচুন বরিশাল। কোয়ালিফায়ারে লড়বে চিটাগং কিংসের বিপক্ষে। ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ক্যারিবীয় তারকা কাইল মেয়ার্সকে একাদশে ফিরিয়েছে গতবারের চ্যাম্পিয়ন দলটি।
৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স থেকে রানরেটে এগিয়ে টেবিলের দুইয়ে থেকে লিগপর্ব শেষ করেছে চিটাগং কিংস। তাতে কোয়ালিফায়ার নিশ্চিত হয় তাদের। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল খেলবে সরাসরি ফাইনালে। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জেতা খুলনা টাইগার্সের বিপক্ষে।
কাইল মেয়ার্স শুরুর দিকে বরিশালের হয়ে ৫ ম্যাচ খেলেছেন। দুই ফিফটিতে রান করেন ১৬৩। বল হাতে নেন ৩ উইকেট। প্লে-অফে আবার তাকে ফিরিয়েছে বরিশাল। ক্যারিবীয় তারকা অলরাউন্ডারের পাশাপাশি আরও তিন বিদেশিকে একাদশে রেখেছে তামিম ইকবালের দল। তবে এদিনও একাদশে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর।
বরিশালের একাদশে মোট তিন পরিবর্তন। জেমস ফুলার ও মোহাম্মদ ইমরানের পরিবর্তে একাদশে এসেছেন কাইল মেয়ার্স ও মোহাম্মদ আলি, আর তাইজুলের পরিবর্তে একাদশে ফিরেছেন তানভীর ইসলাম।
অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি চিটাগং কিংস। লিগপর্বের শেষ ম্যাচে বরিশালকে হারানো একাদশ নিয়েই নেমেছে তারা।
বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মালান, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, তানভীর ইসলাম, ইবাদত হোসেন ও মোহাম্মদ আলি।
চিটাগং একাদশ: খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলি, মোহাম্মদ মিঠুন, শামীম হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফের্নান্দো।








